Monday, September 14, 2015

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা


  • বর্তমানে দেশে কার্যক্রম চালু পাবলিক বিশ্ববিদ্যালয় ৩৫ টি।
  • দেশের সর্বশেষ (৩৫তম) বিশ্ববিদ্যালয়ের নাম - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইমইউনিভার্সিটি।
  • প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উৎসব পালন করবে - ২০২১ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন অনুষ্ঠিত হয় - ৭ এপ্রিল ২০১৪ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনে প্রধান বক্তা ছিলেন - রলফ ডিয়েটার হিউয়েন।
  • ৭ এপ্রিল ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করে - রলফ ডিয়েটার হিউয়েন।
  • পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি - অধ্যাপক ড. ফারজান ইসলাম ( জাহাঈীরনগর বিশ্ববিদ্যালয়)।
  • বর্তমানে দেশে সারকারি মাধ্যমিক বিদ্যালয় - ৩২৩টি।
  • প্রস্তাবিত মাদ্রাসা অধিদপ্তরের প্রধানের পদবি - মহাপরিচালক।
  • বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজ - ২৩টি।
  • উচ্চ শিক্ষায় ছাত্রী উপবৃত্তি চালু হয় - ৩০ জুন ২০১৩।
  • পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ গবেষণা সেল বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে - রাজশাহী বিশ্ববিদ্যালয়।
  • দেশের ২৩তম সরকারি মেডিকেল কলেজের নাম - গাজীপুর মেডিকেল কলেজ।
  • দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নাম - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি।
  • সর্বশেষ সরকার ঘোষিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম - চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।
  • চট্রগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয় - ১১ মার্চ ২০১৪ সালে।
  • ১৪ নভেম্বর ২০১৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলটি উদ্ভোধন করা হয় - বিজয় একাত্তর ।
  • ৪ মার্চ ২০১৩ সালে কোন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করে - প্রণব মুখার্জি; ভারত ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রথম সম্পূর্ণ বাংলায় সমাবর্তন ভাষণ দেন - প্রণব মুখার্জি; ভারত।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি - ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী।
  • বাংলাদেশের প্রথম টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নাম - বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। 
  • প্রস্তাবিত দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ স্থাপিত হবে - কালিয়াকৈর, গাজিপুর।
  • বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় - ৭৯টি।
  • বর্তমানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা - ৬৫ বছর।
  • কোন বিশ্ববিদ্যালয়ে ২৩ জুলাই ২০১২ সালে টেলিভিশন ও চলচ্চিত বিভাগ চালু করা হয় - ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • বাংলাদেশের প্রথম এবং একমাত্র বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম - এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়।
  • বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার বয়সসীমা - ৩-৫ বছর।
  • ‘জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল’ গঠন করা হয় - ১৭ ফেব্রুয়ারি ২০১২।
  • ‘জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল’- এর সভাপতি - শিক্ষামন্ত্রী।
  • দেশে প্রথম অনলাইল স্কুল, কোথায় চালু হয় - সেপ্টেম্বর ২০১১; টঙ্গী , গাজীপুর।

No comments:

Post a Comment

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...