Tuesday, October 16, 2018

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার 


  • প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন।
  • বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS. 
  • বাংলাদেশের সুপার কম্পিউটারের মডেল - IBM RS/6000 SP.
  • কম্পিউটার প্রোগ্রামে কোন নির্দেশ বার বার নির্বাহ করার প্রক্রিয়াকে বলে - লুপিং ।
  • দ্রুত ডেটা লিখন ও পঠন সম্ভব - রেজিস্টারে।
  • প্রসেসরের গতি মাপ হয় - Hz (হার্জ) এককে।

Tuesday, November 14, 2017

কম্পিউটারের ইনপুট যন্ত্রপাতি সমূহ

১. কী-বোর্ড।
২. মাউস 
৩. অপটিক্যাল মার্ক রিডার বা OMR
৪. অপটিক্যাল ক্যারেক্টার রিডার বা OCR 
৫. ডিজিটাল ক্যামেরা 
৬. লাইন পেন।
৭. বারকোড রিডার
৮. টাচ স্ক্রীন। 
৯. মাইক্রোফোন
১০. স্ক্যানার
১১. চুম্বক ইংক ক্যারেক্টার রিডার বা MICR
১২. ডিজিটাইজার
১৩. সেন্সর

Monday, November 13, 2017

কম্পিউটারে বহু ব্যবহৃত কিছু শব্দের পূর্ণরূপ

  1. USB = Universal Serial Bus
  2. ISA = Industry Standards Architecture 
  3. PCI = Peripheral Component Interconnect 
  4. AGP = Accelerated Graphics Port 
  5. DSP = Digital Singnal Processor 
  6. CPU =  Central Processing Unit 
  7.  MAR = Memory Address Register 
  8.  MBR = Memory Buffer Register 
  9. ROM =  Read Only Memory 
  10. LED =  Light Emitting Diode 
  11. LCD = Liquid Crystal Display 
  12. GPS = Global Positioning System 
  13. DVD = Digital Versatile Disk বা Digital Video Disk 
  14. WORM = Write one read many 
  15. SSD = Solid State Drivers 


কম্পিউটার প্রজন্ম বা জেনারেশন

  • প্রথম প্রজন্ম বা জেনারেশন (First Generation ) কম্পিউটার ঃ (১৯৫১-১৯৫৯)
  • দ্বিতীয় প্রজন্ম বা জেনারেশন (Second Generation) কম্পিউটার ঃ(১৯৫৯-১৯৬৫) 
এই প্রজন্মের একটি কম্পিউটার IBM 1620 দিয়ে ১৯৬৪ সালে বাং লাদেশে কম্পিউটার ব্যবহারের সূচনা হয়। এই কম্পিউটারটি ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রে সুদীর্ঘ কয়েক বছর চালু ছিল।
  •  তৃতীয় প্রজন্ম বা জেনারেশন (Third Generation) কম্পিউটার ঃ (১৯৬৫-১৯৭১)
  • চতুর্থ প্রজন্ম বা জেনারেশন (Fourth Generation) কম্পিউটার ঃ (১৯৭১-বর্তমান )
  • পঞ্চম  প্রজন্ম বা জেনারেশন (Fifth Generation) কম্পিউটার ঃ (ভবিষ্যৎ প্রজন্ম)

Saturday, November 11, 2017

মানসিক দক্ষতা (প্রথম পাট)

১. কোনটি শুদ্ধ বানান ?
         (ক) ইন্দ্রীয়   (খ) ঈন্দ্রিয়    (গ) ইন্দ্রিয়   (ঘ) ঈন্দ্রীয়     সঠিক উত্তর (গ)
২. নিচের কোন শব্দটি ‘কপাল’ এর সমার্থক ?
         (ক) কপোল   (খ) ললাট  (গ) মস্তক     (ঘ) কাপালিক    সঠিক উত্তর (খ)
৩. নিরবধিঃঅবিরামঃঃ নিখিল ?
         (ক) অশণি    (খ) অনিল    (গ) আখিল   (ঘ) অশান্ত     সঠিক উত্তর (গ)
৪. একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ঐ পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক  কি ?
       (ক) পিতা   (খ) পুত্র  (গ) জামাই    (ঘ) স্বামী      সঠিক উত্তর (ঘ)
৫. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকুলে ঘন্টায় যায় ১৫ কিঃ মিঃ এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় ৫ কিঃ মিঃ। স্রোতের বেগ নির্ণয় করুন :
 (ক) ঘন্টায় ১০কি.মি   (খ) ঘন্টায় ৭ কি.মি  (গ) ঘন্টায় ৪ কি.মি   (ঘ) ঘন্টায় ৫ কি.মি সঠিক উত্তর (ঘ)
৬. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে ?
      (ক) ২ ঘন্টায়    (খ) ৫ ঘন্টায়    (গ)  ৪ ঘন্টায়     (ঘ)  ৬ ঘন্টায়  সঠিক উত্তর (ঘ)
৭. ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ?
      (ক) ১৫০ ডিগ্রি    (খ) ২২০ ডিগ্রি      (গ)  ৬০ ডিগ্রি     (ঘ) ১২০ ডিগ্রি  সঠিক উত্তর (ঘ)
৮. নিচের নামগুলোর কোনটি ভিন্ন ধরণের ?টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস।
        (ক) টেনিস     (খ) ফুটবল   (গ) ক্রিকেট    (ঘ)  টেবিল টেনিস   সঠিক উত্তর (ঘ)
৯.  ‘ Curtail ’  এর বিপরীতার্থ ক শব্দ কোনটি ?
      (ক) Detail    (খ) Add    (গ)  Save     (ঘ)  Cure     সঠিক উত্তর (ক)
১০.  পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য মানের হয় ?
      (ক) উত্তর মেরুতে    (খ) দক্ষিণ মেরুতে    (গ)  কেন্দ্রে   (ঘ)   কোথাও নয় । সঠিক উত্তর (গ)

বাংলাদেশের ভূমি ও কৃষি



  • তোষা গোল্ডেন বা সোনালি আশঁ জাতের পাটের বৈজ্ঞানিক নাম- Corchorus olitorious. 
  • দেশি বা সাদা জাতের পাটের বৈজ্ঞানিক নাম - Corchorus Capsularis. 
  •  বাংলাদেশের প্রথম জিএম শস্য - বিটি বেগুন।
  • বাংলাদেশের তথা বিশ্বের প্রথম জিংকসমৃদ্ধ ধানের জাত - ব্রি-৬২।
  • পাটের ক্রোমোজোমের সংখ্যা - ১৪টি।
  • বাংলাদেম কৃষি বিশ্ববিদ্যালয় ( বাক্রবি ) কর্তৃক উদ্ভাবিত ব্রয়লার মুরগির নতুন দুটি জাতের নাম - ‘বাউ-ব্রো হোয়াইট’ এবং ‘বাউ-ব্রো কালার।
  • চাষ করা মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - পঞ্চম,  দেশে বর্তমানে চাষ করা মাছের উৎপাদন ১৫ লাখ ২৪ হাজার টন।
  • ‘তেলাপিয়া’ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - সপ্তম বাংলাদেশের আগে ৬টি দেশ যথাক্রমে - চীন, মিসর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলপাইন ও ব্রাজিল।
  • সম্প্রতি দেশের সর্বপ্রথম ডিজিটাল ভূমি অফিস উদ্বোধন করা হয় - ফটিকছড়ি, চট্রগ্রাম।
  • ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন বিজ্ঞানী - ড. মাকসুদুল আলম।
  • দেশি-৮ এবং তোষা-৬  - পাটের জাত।
  • বর্তমানে পাট উৎপাদনে দেশের শীর্ষ জেলা - ফরিদপুর।
  • বার্তমানে বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় - রাজশাহী।
  • বর্তমানে কোন জেলায় গম উৎপাদন বেশি হয় - নাটোর।
  • ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত - চিংড়ি।
  • ‘ব্লক টাইগার’ বলা হয় - বাগদা চিংড়িকে।
  • বাংলার ‘ব্লাক বেঙ্গল’ বলা হয় - কালো ছাগল ।
  • পানি বা বন্যা সহিষ্ণু জাতের ধানের নাম - ব্রি- ধান ৫১ ও ৫২।
  • বাংলাদেশ পরমাণু কৃষি গবোষণা ইনস্টিটিউট (BINA) উদ্ভাবিত লবণাক্ত সহিষ্ণু ধান - বিনা-৮ ও বিনা-৯।
  • মঙ্গা মোকাবিলায় বিনা উদ্ভাবিত ধানের জাতের নাম - বিনা-৭।
  • ‘বাংলামতী’ - ব্রি উদ্ভাবিত ধান।
  • ‘ব্রি-৫৫’ উচ্চ ফলনশীল কোন ফসলের জাত - ধান।
  • লবণ ও খরা সহনশীল ‘ব্রি-৫৫’ কোন জাতের ধান - আউশ।
  • ‘নারিকা-১’ - আফ্রিকা থেকো আমদানিকৃত খরাসহিষ্ণু ধান।
  • অধিক উৎপাদনশীল ও খরাসহিষ্ণু জাত ‘বিটি ১৮’ - ক্লোন চা।
  • লবণ ও তাপ সহিষ্ণু জাতের গমের নাম - বারিগম ২৫, শতাব্দী, ফ্রাকোলিন।
  • সিবি-১২ - গ্রীষ্মকালীন উফশী জাতের তুলা।
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত রঙিন চার প্রজাতির আলুর নাম - গোল আলু-১, গোল আলু-২, গোল আলু-৩,গোল আলু-৪।
  • ‘সেঞ্চুরি’ - উন্নত জাতরে হাইব্রিড ক্ষীরা।
  • বাংলাদেশে প্রথম সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপিত হয়েছে - কাইশাচর, সাভার (ঢাকা); উদ্বোধন ১৭ অক্টোবর ২০০৯।
  • বাংলাদেশের লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র অবস্থিত - বটিয়াঘাট, খুলনা।
  • বাংলাদেশের একমাত্র বিট লবণ কারখানার নাম - বর্ণ বিট লবণ প্রোডক্টস; শান্তাহার, বগুড়া।
  • বাংলাদেশের ‘রাবার জোন হিসেবে খ্যাত স্থান - বাইশারী (বান্দরবান)।
  • ‘কুরোদা-৩৫’ - উচ্চ ফলনশীল গাজর।
  • ঝলক ও সারথি - ধান।
  • শতাব্দী, সৌরভ, গৌরব, বিজয়, প্রদীপ - উচ্চফলনশীল জাতের গম।
  • বাউকুল-২ এর উদ্ভাক - প্রফেসর ড. এম এ রহিম।
  • সিবি-৫ ও সিবি-৯  - তুলাবীজ।
  • বাংলাদেশের একমাত্র Swamp Forest বা  জলার বনের নাম - রাতারগুল; গোয়াইনঘাট, সিলেট।

Wednesday, October 14, 2015

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

  • কম্পিউটার - কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র।
  • কম্পিউটার শব্দের অর্থ - গণনাকারী যন্ত্র।
  • কম্পিউটারের আবিষ্কারক - হাওয়ার্ড অ্যাইজেক।
  • আধুনিক কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ।
  • বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার - লেডি অ্যাডা অগাস্টা (ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা)।
  • বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার - ENIAC.
  • বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার  - UNIVAC.
  • প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার - UNIVAC-1.
  • মাইক্রো শব্দের অর্থ - ক্ষুদ্র।
  • কোন ইউনিটকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় - কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU)
  • অতি বড় কম্পিউটারকে কী বলা হয় - সুপার কম্পিউটার।
  • কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অঙ্গ - হার্ডওয়্যার ও সফটওয়্যার ।
  • ‘সফটওয়্যার’ - কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে।
  • সফটওয়্যারের অপারেটিং সিস্টেমকে বলে - সিস্টেম সফটওয়্যার ।
  • কম্পিউটারের RAM - একটি অস্থায়ী স্মৃতি।
  • RAM এর পূর্ণরূপ - Random Access Memory.
  •  কম্পিউটারের কর্ম এলাকা - RAM.
  • কম্পিউটারের ROM - স্থায়ী স্মৃতি।
  • ROM- এর পর্ণরূপ - Read Only Memory. 
  • কম্পিউটারের কোন মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না - ROM (
    Read Only Memory)
  • কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলি - কী-বোর্ড, মাউস, স্ক্যানার, এম.আর, ও.সি.আর, লাইট পেন, গ্রাফিক টেবলেট, ডিজিটাল ক্যামেরা প্রভৃতি।
  • কম্পিউটারের আউপুট ডিভািইসগুলি - প্রিন্টার, মনিটর, স্পিকার, টার্মিনাল, প্লান্টার প্রভৃতি।
  • মাউস কীসের সাহায্যে কম্পিউটারের সাথে যু্ক্ত থাকে- ক্যাবল।
  • কম্পিউটারের সিপিইউ-তে কয়টি ভাগ থাকে - ৩টি ।
  • কম্পিউটারের অদৃশ্য শক্তি - সফটওয়্যার ।
  • প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম - আরপানেট।
  •  কম্পিউটারের প্রিন্টার লেজার জেট উদ্ভাবিত হয় কবে - ১৯৮৪ সালে।
  • বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম - মাইক্রোসফট কর্পোরেশন ( যুক্তরাষ্ট্র)।
  • মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা - বিল গেটস ও পল অ্যালেন, ৪ এপ্রিল ১৯৭৫।
  • আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম - আইবিএম সিসটেম/৩৬০।
  • বর্তমান বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটারের নাম - আইবিএম মার্ক-১।
  • ডিস্কেটের অপর নাম - ফ্লপি ডিস্ক।
  • ইফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ - ইন্টারনেট।
  • সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রেপ্রসেসরের নাম - ইনটেল ৪০০৪।
  • IBM- এর প্রতিষ্ঠাতা- টমাস জন ওয়াটসন (সিনিয়র)।
  • IBM- কবে প্রতিষ্ঠত করা হয়- ১৬ জুন ১৯১১ সালে
  • IBM এর পূর্ণরূপ ক- International Business Machines. 
  • IBM কোম্পানি মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়ে কবে - ১৯৮১ সালে।
  • অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা - স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...