- কম্পিউটার - কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র।
- কম্পিউটার শব্দের অর্থ - গণনাকারী যন্ত্র।
- কম্পিউটারের আবিষ্কারক - হাওয়ার্ড অ্যাইজেক।
- আধুনিক কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ।
- বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার - লেডি অ্যাডা অগাস্টা (ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা)।
- বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার - ENIAC.
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার - UNIVAC.
- প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার - UNIVAC-1.
- মাইক্রো শব্দের অর্থ - ক্ষুদ্র।
- কোন ইউনিটকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় - কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU)
- অতি বড় কম্পিউটারকে কী বলা হয় - সুপার কম্পিউটার।
- কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অঙ্গ - হার্ডওয়্যার ও সফটওয়্যার ।
- ‘সফটওয়্যার’ - কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে।
- সফটওয়্যারের অপারেটিং সিস্টেমকে বলে - সিস্টেম সফটওয়্যার ।
- কম্পিউটারের RAM - একটি অস্থায়ী স্মৃতি।
- RAM এর পূর্ণরূপ - Random Access Memory.
- কম্পিউটারের কর্ম এলাকা - RAM.
- কম্পিউটারের ROM - স্থায়ী স্মৃতি।
- ROM- এর পর্ণরূপ - Read Only Memory.
- কম্পিউটারের কোন মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না - ROM (
Read Only Memory) - কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলি - কী-বোর্ড, মাউস, স্ক্যানার, এম.আর, ও.সি.আর, লাইট পেন, গ্রাফিক টেবলেট, ডিজিটাল ক্যামেরা প্রভৃতি।
- কম্পিউটারের আউপুট ডিভািইসগুলি - প্রিন্টার, মনিটর, স্পিকার, টার্মিনাল, প্লান্টার প্রভৃতি।
- মাউস কীসের সাহায্যে কম্পিউটারের সাথে যু্ক্ত থাকে- ক্যাবল।
- কম্পিউটারের সিপিইউ-তে কয়টি ভাগ থাকে - ৩টি ।
- কম্পিউটারের অদৃশ্য শক্তি - সফটওয়্যার ।
- প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম - আরপানেট।
- কম্পিউটারের প্রিন্টার লেজার জেট উদ্ভাবিত হয় কবে - ১৯৮৪ সালে।
- বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম - মাইক্রোসফট কর্পোরেশন ( যুক্তরাষ্ট্র)।
- মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা - বিল গেটস ও পল অ্যালেন, ৪ এপ্রিল ১৯৭৫।
- আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম - আইবিএম সিসটেম/৩৬০।
- বর্তমান বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটারের নাম - আইবিএম মার্ক-১।
- ডিস্কেটের অপর নাম - ফ্লপি ডিস্ক।
- ইফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ - ইন্টারনেট।
- সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রেপ্রসেসরের নাম - ইনটেল ৪০০৪।
- IBM- এর প্রতিষ্ঠাতা- টমাস জন ওয়াটসন (সিনিয়র)।
- IBM- কবে প্রতিষ্ঠত করা হয়- ১৬ জুন ১৯১১ সালে
- IBM এর পূর্ণরূপ ক- International Business Machines.
- IBM কোম্পানি মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়ে কবে - ১৯৮১ সালে।
- অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা - স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন।
Wednesday, October 14, 2015
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
Subscribe to:
Post Comments (Atom)
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
কম্পিউটার প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS. বাংলাদ...
-
সৌদিআরবে স্নাতকোত্তর পর্যায়ে নারী-পরুষের একসঙ্গে পড়ালেখার জন্য প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম - কিং আবদুল্লাহ ইউনিভার্সি...
No comments:
Post a Comment