- প্রস্তাবিত মেট্রোরেলের দৈর্ঘ্য - ২১.৫ কিমি।
- DEMU এর পূর্ণরূপ কি - Diesel Electric Multiple Unit.
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়করে দৈর্ঘ্য - ২৬ কিমি (ঘূর্ণায়মান পথসহ ৩২ কিমি)।
- দেশের নির্মিতব্য সর্ববৃহৎ ফ্লাইওভার - মগবাজার-মৌচাক ফ্লাইওভার।
- মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দৈর্ঘ্য - ৮.১৫কিমি।
- বাংলাদেশ রেলওয়েতে ‘ই-টিকিটিং’ চালু হয় - ২৯ মে ২০১২।
- ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল জাতীয় সংসদে পাস হয়- ৮ ফেব্রুয়ারি ২০১২।
- যোগাযোগ মন্ত্রণালয়ের রেল বিভাগের কার্যক্রম শুরু হয় - ৮ জুন ২০১১।
- বাংলাদেশে বর্তমানে নদী বন্দর - ২২টি (ফেরিঘাট ১১টি)।
- বাংলাদেশের টিভি চ্যানেল প্রথম আন্তর্জাতিক ISO 9001 সনদ লাভ করে - এনটিভি; ২০১১ সালে।
- বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও - রেডিও পদ্মা; ৭ অক্টোবর ২০১১।
- প্রথম কমিউনিটি বেতার ‘রেডিও পদ্মা’ চালু হয় - রাজশাহী (এফএম৯৯.২)।
- সংসদ বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় - ১২ মে ২০১১।
- বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার - ইমদাদ হোসেন।
- বিটিভি ২৪ ঘন্টা সম্প্রচার কার্যক্রম শুরু করে - ৫ নভেম্বর ২০১২।
Tuesday, September 29, 2015
বাংলাদেশের গণমাধ্যম পরিবহন ও যোগাযোগ
Subscribe to:
Post Comments (Atom)
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
কম্পিউটার প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS. বাংলাদ...
No comments:
Post a Comment