Monday, October 12, 2015

প্রথম ও দ্বিতীয় সম্পকে বিভিন্ন তথ্য


  • প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ডের মৃত্যু (১৮জুন ১৯১৪)।
  • প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ২৮ জুলাই ১৯১৪।
  • প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তিভুক্ত দেশগুলো ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও তুরস্ক।
  • যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ ৬ এপ্রিল ১৯১৭ (জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে)
  • প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ছিল ব্রিটেন, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম ও রাশিয়া।
  • প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন।
  • প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন বিসমার্ক।
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে ১১ নভেম্বর ১৯১৮ ।
  • প্রথম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয় ১১ নভেম্বর ১৯১৮ ; প্যারিস।
  • আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ২৮ জুন ১৯১৯ ; ভার্সাই চুক্তির মাধ্যমে।
  • প্রথম বিশ্বযুদ্ধ খ্যাত THE GREAT WAR নামে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে।
  • হিটলার সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) আক্রমণ করে ২২ জুন ১৯৪৭ ।
  • জাপান পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটি আক্রমণ করে ৭ ডিসেম্বর ১৯৪১।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগদান করে ৮ ডিসেম্বর ১৯৪১।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পণ করে ৭ মে ১৯৪৫ ।
  • মিত্রবহিনীর নেতা যোসেফ স্ট্যালিন (সোভিয়েত ইউনিয়ন), উইনস্টন চার্চিল (যুক্তরাজ্য), এবং ডি রুজভেল্ট ও হ্যারি এস ট্রুম্যান (যুক্তরাষ্ট্র)।
  • অক্ষশক্তির নেতা হিটলার (জার্মনি), মুসোলিনি (ইতালি), এবং হিরোহিতো (জাপান) 
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি (Axis Powers) - জাপান, জার্মানি ও ইতালি।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় সেপ্টেম্বর ১৯৩৯, এডলফ হিটলার কর্তৃৃৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি -- যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন ও চীন।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে ১৪ আগস্ট ১৯৪৫ ।
  • আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ২ সেপ্টেম্বর ১৯৪৫ ; জাপান কর্তৃক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ‘হলোকোস্ট’ এর সাথে জড়িত জার্মানি।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল বেলজিয়াম।
  • পারমাণবিক বোমার আক্রস্ত বিশ্বের একমাত্র দেশ জাপান।
  • বিশ্বে প্রথম আণবিক বোমা নিক্ষেপ করা হয় জাপানের হিরোশিমায়।
  • জাপানের হিরোশিমা নগরীতে ‘লিটল বয়’ নামক আণবিক বোমা নিক্ষেপ করা হয় ৬ আগস্ট ১৯৪৫ ।
  • জাপানের নাগাসাকিতে ‘ফ্যাটম্যান’ নামক আণবিক বোমা নিক্ষেপ করা হয় ৯ আগস্ট ১৯৪৫।
  • হিরোশিমা ও নাগাসাকিতে বোমা নিক্ষেপের স্মৃতি ধরে রাখার স্মৃতিস্তম্ভ পিস মেমোরিয়াল পার্ক (জাপান)
  •  জাপানের হিরোশিমার নিক্ষিপ্ত পারমাণবিক বোমাটি ছিল ইউরেনিয়াম - ২৩৫ সমৃদ্ধ।
  • জাপানের নাগাসাকিতে নিক্ষিপ্ত পারমাণবিক বোমাটি ছিল প্লুটোনিয়াম - ২৩৯ সমৃদ্ধ।
  • ‘লিটল বয়’ পারমাণবিক বোমার দৈর্ঘ্য ছিল ৯.৮৪ ফুট (পরিধি ২৮ ইঞ্চি)।
  • ‘ফ্যাটম্যান’ নিক্ষেপকারী বিমানের পাইলটের নাম মেজর চার্লস ডব্লু সুইনি।
  • ‘ফ্যাটম্যান’ পরমাণবিক বোমার দৈর্ঘ্য ১০.৯ ফুট (পরিধি ৫ ফুট)
  • ‘লিটল বয়’ ও ‘ফ্যাটম্যান’ নিক্ষেপ করা হয় বি-২৯ সুপারফোট্রেস বিমান  থেকে।
  • ‘লিটল বয়’ নিক্ষেপ করা হয় যে বিমানে করে তার নাম ‘এনোলা গে’  
  • ‘লিটল বয়’ নিক্ষেপকারী বিমানেরপাইলটের নাম কর্নেল পল ওয়ারফিল্ড টিবেটস।
  • প্রথম বিশ্বযু্দ্ধে প্রেক্ষিতে League of Nations বা জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
  •  জাতিপুঞ্জ- এর গোড়াপত্তন হয় Treaty of Versailles বা ভার্সাই চুক্তির মাধ্যমে।
  •  Treaty of Versailles স্বাক্ষরিত হয় ২৮ জুন ১৯১৯ [কার্যকর ১০ জানুয়ারি ১৯২০]
  • জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
  • জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ড [ প্রথমে ছিল যুক্তরাজ্যের লন্ডন] 
  • জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় ২০ এপ্রিল ১৯৪৬।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে গঠিত হয় জাতিসংঘ ।
  • জাতিসংঘ গঠন সংক্রান্ত লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয় ১২ জুন ১৯৪১ ।
  • জাতিসংঘ গঠনের প্রস্তাব ও নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাম্কলিন ডি. রুজভেল্ট ; ১ জানুয়ারি ১৯৪২ ।
  • যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডাম্বার্টন ওকসে জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহীত হয় ১৯৪৪ সালে।
  • জাতিসংঘ গঠনের প্রস্তাব গ্রহণকারী দেশসমূহ - চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ।
  • জাতিসংঘ সনদ গৃহীত হয় ২৫ এপ্রিল- ২৬ জুন ১৯৪৫ ; যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে।
  • জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন ১৯৪৫; কার্যকর হয় ২৪ অক্টোবর ১৯৪৫।
  • জাতিসংঘ সনদের রচয়িতা মার্কিন কবি ও লেখক আর্চিবল্ড ম্যাকলেইশ (Archibald MacLeish) ।
  • জাতিসংঘ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় ১৯৬৮ সালে।
  •  NPT - এর পূর্ণরূপ Nuclear Non-Proliferation Treaty.
  • NPT চুক্তি কার্যকর হয় ৫ মার্চ ১৯৭০।
  • NPT চুক্তিতে স্বাক্ষরকারী দেশ ১৯০টি।
  •  
  •  

No comments:

Post a Comment

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...