Saturday, November 11, 2017

বাংলাদেশের ভূমি ও কৃষি



  • তোষা গোল্ডেন বা সোনালি আশঁ জাতের পাটের বৈজ্ঞানিক নাম- Corchorus olitorious. 
  • দেশি বা সাদা জাতের পাটের বৈজ্ঞানিক নাম - Corchorus Capsularis. 
  •  বাংলাদেশের প্রথম জিএম শস্য - বিটি বেগুন।
  • বাংলাদেশের তথা বিশ্বের প্রথম জিংকসমৃদ্ধ ধানের জাত - ব্রি-৬২।
  • পাটের ক্রোমোজোমের সংখ্যা - ১৪টি।
  • বাংলাদেম কৃষি বিশ্ববিদ্যালয় ( বাক্রবি ) কর্তৃক উদ্ভাবিত ব্রয়লার মুরগির নতুন দুটি জাতের নাম - ‘বাউ-ব্রো হোয়াইট’ এবং ‘বাউ-ব্রো কালার।
  • চাষ করা মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - পঞ্চম,  দেশে বর্তমানে চাষ করা মাছের উৎপাদন ১৫ লাখ ২৪ হাজার টন।
  • ‘তেলাপিয়া’ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - সপ্তম বাংলাদেশের আগে ৬টি দেশ যথাক্রমে - চীন, মিসর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলপাইন ও ব্রাজিল।
  • সম্প্রতি দেশের সর্বপ্রথম ডিজিটাল ভূমি অফিস উদ্বোধন করা হয় - ফটিকছড়ি, চট্রগ্রাম।
  • ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন বিজ্ঞানী - ড. মাকসুদুল আলম।
  • দেশি-৮ এবং তোষা-৬  - পাটের জাত।
  • বর্তমানে পাট উৎপাদনে দেশের শীর্ষ জেলা - ফরিদপুর।
  • বার্তমানে বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় - রাজশাহী।
  • বর্তমানে কোন জেলায় গম উৎপাদন বেশি হয় - নাটোর।
  • ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত - চিংড়ি।
  • ‘ব্লক টাইগার’ বলা হয় - বাগদা চিংড়িকে।
  • বাংলার ‘ব্লাক বেঙ্গল’ বলা হয় - কালো ছাগল ।
  • পানি বা বন্যা সহিষ্ণু জাতের ধানের নাম - ব্রি- ধান ৫১ ও ৫২।
  • বাংলাদেশ পরমাণু কৃষি গবোষণা ইনস্টিটিউট (BINA) উদ্ভাবিত লবণাক্ত সহিষ্ণু ধান - বিনা-৮ ও বিনা-৯।
  • মঙ্গা মোকাবিলায় বিনা উদ্ভাবিত ধানের জাতের নাম - বিনা-৭।
  • ‘বাংলামতী’ - ব্রি উদ্ভাবিত ধান।
  • ‘ব্রি-৫৫’ উচ্চ ফলনশীল কোন ফসলের জাত - ধান।
  • লবণ ও খরা সহনশীল ‘ব্রি-৫৫’ কোন জাতের ধান - আউশ।
  • ‘নারিকা-১’ - আফ্রিকা থেকো আমদানিকৃত খরাসহিষ্ণু ধান।
  • অধিক উৎপাদনশীল ও খরাসহিষ্ণু জাত ‘বিটি ১৮’ - ক্লোন চা।
  • লবণ ও তাপ সহিষ্ণু জাতের গমের নাম - বারিগম ২৫, শতাব্দী, ফ্রাকোলিন।
  • সিবি-১২ - গ্রীষ্মকালীন উফশী জাতের তুলা।
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত রঙিন চার প্রজাতির আলুর নাম - গোল আলু-১, গোল আলু-২, গোল আলু-৩,গোল আলু-৪।
  • ‘সেঞ্চুরি’ - উন্নত জাতরে হাইব্রিড ক্ষীরা।
  • বাংলাদেশে প্রথম সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপিত হয়েছে - কাইশাচর, সাভার (ঢাকা); উদ্বোধন ১৭ অক্টোবর ২০০৯।
  • বাংলাদেশের লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র অবস্থিত - বটিয়াঘাট, খুলনা।
  • বাংলাদেশের একমাত্র বিট লবণ কারখানার নাম - বর্ণ বিট লবণ প্রোডক্টস; শান্তাহার, বগুড়া।
  • বাংলাদেশের ‘রাবার জোন হিসেবে খ্যাত স্থান - বাইশারী (বান্দরবান)।
  • ‘কুরোদা-৩৫’ - উচ্চ ফলনশীল গাজর।
  • ঝলক ও সারথি - ধান।
  • শতাব্দী, সৌরভ, গৌরব, বিজয়, প্রদীপ - উচ্চফলনশীল জাতের গম।
  • বাউকুল-২ এর উদ্ভাক - প্রফেসর ড. এম এ রহিম।
  • সিবি-৫ ও সিবি-৯  - তুলাবীজ।
  • বাংলাদেশের একমাত্র Swamp Forest বা  জলার বনের নাম - রাতারগুল; গোয়াইনঘাট, সিলেট।

No comments:

Post a Comment

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...