Sunday, September 6, 2015

মহাকাশ-বিজ্ঞান-প্রযুক্তি

  • হ্যালির ধূমকেতু আবার দেখা দিবে - ২০৬২ সালে।
  • বাংলাদেশ থেকে পরবর্তী বলয়গ্রাস দেখা যাবে - ১৭ ফেব্রুয়ারি ২০৬৪।
  • চীন ও ভারত চাঁদে মানুষ পাঠাবে - ২০২০ সালে।
  • পৃথিবী, শুক্র ও বৃহস্পতিগ্রহ একই সরলরেখায় অবস্থান করে - ১ জুলাই ২০১৫ সালে।
  • বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্লান্ট স্পাপিত হচ্ছে - রাজস্থান, ভারত।
  • সৌরজগতের গ্রহে দুইবার সূর্যোদয় ঘটে - মঙ্গল গ্রহে।
  • মহাকাশে প্রথম বেসরকারি নভোযান উৎক্ষেপণ করে দেশ- যুক্তরাষ্ট্র।
  • মহাকাশে প্রথম বেসরকারিভাবে  উৎক্ষেপিত নভোযানের নাম -ড্রাগন।
  • ১৫ জুন ২০১২ মহাকাশে প্রেরিত চীনের নভোযানের নাম - শেনঝু-৯।
  • মহাকাশে প্রেরিত চীনের প্রথম নারী নভোচারী -  লিউ ইয়াং।
  • ১ নভেম্বর ২০১১ চীন মহাকাশে নভোযানটি উৎক্ষেপণ করে - শেনঝু-৮।
  • বিশ্বের সর্বাধিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে - যুক্তরাষ্ট্র।
  • ২৬ নভেম্বর ২০১১ NASA মঙ্গলগ্রহে যে রোবটিক অনুসন্ধানী যান পাঠায় তার নাম - কিউরিওসিটি।
  • কিউরিওসিটি মহাকাশযান মঙ্গলগ্রহে অবতরণ করে - ৬ আগস্ট ২০১২।
  • পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব - ৭.৭ কোটি কিমি।
  • ৫ আগস্ট ২০১১ নাসা গ্রহে মনুষ্যবিহীন নভোযান ‘জুনো’            পাঠায় - বৃহস্পতি।
  • সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম মনুষ্যবাহী বিমানের নাম - সোলার ইমপালস।
  • ‘সোলার ঈগল’- সৌরশক্তিচালিত  চালকবিহীন গোয়েন্দা বিমান।
  • ‘কাবেউস’ জ্বালামুখ অবস্থিত - চাঁদে।

No comments:

Post a Comment

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...