- বিশ্বের বৃহত্তম গনতান্ত্রিক দেশ - ভারত।
- ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজিপি জোট আসন পায় - ৩৩৬ টি।
- ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজিপি আসন পায় - ১৮২টি।
- ভারতের বর্তমান ক্ষমতাসীন জোটের নাম - ন্যাশনাল ডেমোক্রেটিক এল্যাযেন্স ( এনডিএ )।
- ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে কংগ্রেস জোট আসন পায় - ৫৯টি (কংগ্রেস ৪৪টি)।
- স্বাধীন ভারতে জন্মগ্রহনকারী প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদি।
- ৭ এপ্রিল - ১২ মে ২০১৪ নয় দফায় ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৬তম।
- ভারতের ১৬তম লোকসভার নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয় - ১৬ মে ২০১৪।
- ভারতের লোকসভা ও রাজ্যসভা সদস্য হওয়ার বয়সসীমা - লোকসভা ২৫ বছর ও রাজ্যসভা ৩০ বছর।
- স্বাধীন ভারতের প্রথম ভোটদাতা - শ্যামশরন নেগি।
- চীন ও জাপানের বিরোধপূর্ণ অঞ্চলের নাম - সেনকাকু।
- ‘লাদাখ’ দুটি দেশের সীমান্ত অঞ্চলে অবস্থিত - ভারত ও চীন।
- ভারতের কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসেন - ১০ জানুয়ারি ২০১৪।
- ভারতের পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনিক ভবন বা মুখ্যন্ত্রীর কার্যালয়ের নাম - নবান্ন।
- ১৯ নভেম্বর ২০১৩ ভারতে চালু হওয়া প্রথম নারী পরিচালিত ব্যাংকের নাম - দ্য ভারতীয় মহিলা ব্যাংক (BMB)।
- সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক - ড. এন নীনা আহমাদ।
- তিউনিসিয়ায় নতুন সংবিধান গৃহীত হয় - ২৬ জানুয়ারি ২০১৪।
- ৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে কোন দেশ নিজেকে রাসায়নিক অস্ত্রমুক্ত ঘোষণা করে - লিবিয়া।
- বিদেশি নাগরিক হিসেবে ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশকারী প্রথম বিদেশি - ফ্রান্সের সাংবাদিক ফিলিপ আলপনর্সি ।
- বৃটেনের বিচারকের পদে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি - ব্যারিস্টার স্বপ্নারা খাতুন।
- ভারতের প্রথম বাঙালি ও বর্তমান রাষ্ট্রপতি - প্রণব মুখার্জি।
- ভারতের ইতিহাসে প্রথম অরাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হন - ড. মনমোহন সিং।
- ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী - ড. মনমোহন সিং।
- ভারতের আর্থিক উদারনীতির প্রবর্তক - ড. মনমোহন সিং।
- ভারতের বর্তমান ও ৩৯তম প্রধান বিচারপতি - আলতামাস কবীর ।
- সম্প্রতি ভারতের কোন রাজ্য বাংলা ভাষাকে দ্বিতীয় রাজ্যভাষার স্বীকৃতি দেয় - কর্নাটক।
- ৪সেপ্টেম্বর ২০১১ ভারতের কোন রাজ্য সরকার বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে - ঝাড়খন্ড।
- তিস্তার পানিবন্টন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত কমিশনের নাম - কল্যাণ রুদ্র কমিশন।
- ‘ডটার অব পাকিস্তান’ উপাধিতে ভূষিত হয় - মালালা ইউসুফজাঈ ।
- বিশ্বের সর্বকনিষ্ঠ নারী শিক্ষারকমীর নাম - মালালা ইউসুফজাঈ; ১৫ বছর।
- সিক্রেট পাকিস্তান - প্রামাণ্য চিত্র।
Sunday, September 13, 2015
এশিয়া মহাদেশ
Subscribe to:
Post Comments (Atom)
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
কম্পিউটার প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS. বাংলাদ...
-
সৌদিআরবে স্নাতকোত্তর পর্যায়ে নারী-পরুষের একসঙ্গে পড়ালেখার জন্য প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম - কিং আবদুল্লাহ ইউনিভার্সি...
No comments:
Post a Comment