Thursday, August 27, 2015

বাংলাদেশ এর পর্যটন বিষয়ে কিছু তথ্য

  • বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (BPC) প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে।
  • বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কার্যক্রম শুরু করে ১৯৭৩ সালে।
  • বাংলাদেশ পর্যটন বোর্ড প্রতিষ্ঠিত হয় ৯ সেপ্টেবর ২০১০।
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সৃষ্টি হয় ১৯৭৫ সালে।
  • বিশ্ব পর্যটন দিবস পালিত হয় প্রতি বছর ২৭ সেপ্টেম্বর।
  • পর্যটন বিষয়ক জাতিসংঘ সংস্থার নাম World Tourism Organization (UNWTO)
  • UNWTO - এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন 
  • UNWTO - এর বর্তমন সদস্য দেশের সংখ্যা ১৫৬ টি।
  • UNWTO - এর সহযোগি সদস্য দেশ ৬টি ও পর্যবেক্ষক ২টি।
  • বাংলাদেশ UNWTO - এর সদস্যপদ লাভ করে ১৯৭৫ সালে।
  • বাংলাদেশর প্রথম জাতীয় পর্যটন নীতিমালা ঘোষিত হয় ১৯৯২ সালে।
  • পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রেড ফরেস্ট সুন্দরবন; বাংলাদেশের অন্তগত আয়তন ৬০১৭ বর্গ কিমি।
  • বাংলাদেশের ৩টি বিশ্ব ঐতিহ্য - সুন্দরবন, পাহাড়পুড় বৌদ্ধ বিহার ও ষাটগম্বুজ মসজিদ।
  • সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় ৬ ডিসেম্বর ১৯৯৭।
  • বিশ্ব ঐতিহ্য অন্তর্ভক্ত সুন্দরবনের অঞ্চল ১,৩৯,৫০০ হেক্টর বা ১৩৯৫ বর্গ কিমি।
  • সুন্দরবন সংলগ্ন জেলা পাঁচটি - সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখলি।
  • ষাটগম্বুজ মসজিদটির গম্বুজ সংখ্যা ৮১টি।
  • ষাটগম্বুজ মসজিদের নির্মাতা পীর খান জাহান আলী (র)।
  • বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় ১৯৮৩ সালে।
  • ঐতিহ্যের ক্রমে ষাটগম্বুজ মসজিদ ৩২১তম, পাহাড়পুর বৌদ্ধবিহার ৩২২তম এবং সুন্দরবন ৭৯৮তম বিশ্ব।
  • মাটি খুঁড়ে প্রথম আবিষ্কার করা হয় বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার।
  • নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্য ঘেষণা করে ১৯৫৮ সালে।
  • পাহাড়পুর বৌদ্ধবিহার সোমপুর বিহার নামেও পরিচিত।
  • কুমিল্লার ময়নামতি বৌদ্ধ সভ্যতার নিদর্শন।
  • ‘ময়নামতি’ নামকরণ করা হয় মধ্যযুগের রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে।
  • বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা মহাস্থানগড়।
  • করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়ের প্রাচীন নাম পুন্ড্রনগর।
  • প্রাচীন পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ শনাক্ত করেন স্যার আকেজান্ডার কানিংহাম; ১৮৭৯ সালে।
  • বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার অবস্থিত মহাস্থানগড়ে।
  • বাংলাদেশের মহান্থানগড়ে পাওয় যায় মৌর্য শিলালিপি।
  • মহাস্থানগড়ে প্রথম খনন কাজ পরিচালিত হয় কে এন দীক্ষিত (১৯২৮-২৯ সালে) - এর তত্ত্বাবধানে।
  • উয়ারি-বটেশ্বর অবস্থিত কয়রা নদীর তীরে।
  • কক্সবাজারের নামকরণ করা হয় ক্যাপ্টেন হিরাম কক্স-এর নামানুসারে; ১৭৯৯ সালে।
  • বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার।
  • কক্সবাজারের আদি নাম পালংকি (স্থানীয় ভাষায় ‘প্যানোয়া’) 
  • বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন দ্বীপ।
  • সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার প্রবেশদ্বার বলা হয় টেকনাফকে।
  • সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিমি।
  • সেন্টমার্টিন দ্বীপের আপর নাম নারিকের জিঞ্জরা।
  • টেকনাফ সমুদ্র উপকূল থেকে প্রায় ৪৮ কিমি দূরে বঙ্গোপসাগরে সেন্টমাটিন অবস্থিত।
  • বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত ছেঁড়াদ্বীপ।
  • সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কিমি দক্ষিণে অবস্থিত ছেঁড়াদ্বীপ আবিষ্কৃত হয় ২০০০ সালে।
  • ছেঁড়াদ্বীপের আয়তন ৩ বর্গ কিমি।
  • বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী।
  • দীঘাপতিয়া রাজবড়ি অবস্থিত নাটোরে।
  • দীঘাপতিয়া রাজবড়ি বর্তমান নাম উত্তরা গণভবন।
  • দীঘাপতিয়া রাজবড়ি বা উত্তরা গণভবন নির্মাণ করেন রাজা দয়ারাম রায়; ১৭৪৩ সালে।
  • দীঘাপতিয়া রাজবড়িকে গভর্নর হাউসে রূপান্তর করেন পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর মোনায়েম খান, ২৪ জুলাই ১৯৬৭ সালে।
  • উত্তরা গণভবন নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; ৯ ফেব্রুয়ারি ১৯৭২ ।
  • উত্তরা গণভবন বর্তমানে বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সচিবালয়।
  • বাংলাদেশের প্রথম জাদুঘর রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর।
  • বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে।

No comments:

Post a Comment

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...