Sunday, September 13, 2015

বিশ্ব প্রতিরক্ষা ও নিরাপত্তা

  • ‘এরিয়া৫১’- যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা বিমান ঘাঁটি।
  • মার্কিন সরকারের গোপন নজরদারি কর্মসূচির তথ্য ফাঁসকারী এডওযার্ড স্লোডেন কোন দেশের রাজনৈতিক আশ্রয় লাভ করেন- রাশিয়া।
  • যুক্তরাষ্ট্রের প্রথম চালক বিহীন জঙ্গি বিমান-এর নাম - এক্স- ৪৭বি (ডাক নাম সল্টি ডগ ৫০২)
  • ৫ নভেম্বর ২০১৩ সালে ভারত মহাকশযানটি মঙ্গলে পাঠায় - মঙ্গযান বা মঙ্গলায়ন।
  • ১৫ সেপ্টেম্বর ২০১৩ কোন দেশ পারমাণবিক চুল্লিমুক্ত হয় - জাপান।
  • আন্ডার ওয়াটার ড্রোন - চালকবিহীন ডুবোজাহাজ।
  • বিশ্বের বৃহত্তম নৌযানের নাম - নৌযান প্রিলুড।
  • মালোশিয়ান এয়ারলাইন্সের “বোয়িং ৭৭৭-২০ ’’  নামক বিমানটি কত জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছিল - ২৩৯ জন।
  • মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম - লুনথিন (Lunthin)।
  • ‘তেজস’ কোন দেশের তৈরি যুদ্ধ বিমান - ভারত।
  •  বিশ্বের প্রথম Vertical Take Off and Landing (VTOL) ড্রোন তৈরি করেছে দেশ - ইরান।
  • জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ত্র বাণিজ্য চুক্তি (Arms Trade Treaty) অনুমোদিত হয় - ২ এপ্রিল ২০১৩।
  • ২১ এপ্রিল ২০১৩ নাসা (NASA) মনুষ্যবিহীন বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করে - Antares ।
  • ‘ইয়াক ১৩০’ কোন দেশের তৈরি জঙ্গি বিমান - রাশিয়া।
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সম্পূর্ণভাবে রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করে - আলবেনিয়া।
  • বিশ্বের কোন দেশটির কাছে সর্বাধিক পরমাণু অস্ত্র রয়েছে - রাশিয়।
  •  বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশের নাম - উত্তর কোরিয়া।
  • পরমাণু মডেলের জনক - নিলস বোর, ডেনমার্ক।
  • পরমাণু চুল্লির পথিকৃৎ -  এররিকো ফার্মি।
  • বিশ্বের প্রথম সাবমেরিনের নাম - USS Nautilus (SSN-571), যুক্তরাষ্ট্র।
  • পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ( রাডার ফাঁকি দিতে সক্ষম ) তৈরিকারক দেশ - ৩টি ; এফ-২২ (যুক্তরাষ্ট্র); টি-৫০ (রাশিয়া); জে-২০ (চীন)।
  • বিশ্বে পরমাণু সাবমেরিনের দেশ - ৬টি; যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, রাশিয়া, বৃটেন ও ভারত।
  • রাশিয়া উদ্ভাবিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমার নাম - ড্যাড (ফাদার) অব অল বোম্বস।
  • এশিয়ার কোন দেশ প্রথম আন্তর্জাতিক উইমেন্স পুলিশ নেটওয়ার্কে যুক্ত হয় - বাংলাদেশ।
  • প্রিয়া বিহার প্রাচীন মন্দির নিয়ে দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে - থাইল্যান্ড ও কম্বোডিয়া।
  • বিশ্বের কোন দেশটিতে সবচেয়ে বেশি কারাবন্দি রয়েছে - যুক্তরাষ্ট্রে।

No comments:

Post a Comment

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...