Wednesday, September 30, 2015

বাংলাদেশের আইন-শৃঙ্খলা-প্রতিরক্ষা


  • ‘আকাশ প্রদীপ’ ও ‘রাঙ্গা প্রভাত’ - বাংলাদেশ বিমান বহরে নতুন যোগ হওয়া বোয়িং বিমান।
  • সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া যুদ্ধ জাহাজ আলী হায়দার ও আবু বকর কোন দেশের তৈরি - চীন।
  • বাংলাদেশ বিমান বাহরে যুক্ত হওয়া সর্বশেষ উড়োজাহাজের নাম - রাঙ্গাপ্রভাত।
  • বাংলাদেশ বিমান বহরে যুক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ নামে পরিচিত - রাঙ্গা প্রভাত।
  • ১৫ ডিসেম্বর খুলনা শিপইয়ার্ড যে তিনটি যুদ্ধজাহাজ নৌবহিনীর কাছে হস্তান্তর করে, তাদের নাম - বিএনএস অপরাজেয়, অদম্য ও অতন্দ্র।
  • এলিট ফোর্স র‌্যাব - এর বর্তমান ব্যাটালিয়ন সংখ্যা - ১৪টি।
  • বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ছত্রীসেনা - ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
  • সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীকে যুদ্ধজাহাজ উপহার দিয়েছে কোন দেশ - যুক্তরাষ্ট্র। 
  • বাংলাদেশ নৌবাহিনী শিপইয়ার্ডের সাথে যুদ্ধজাহাজ (পেট্রোল ক্রাফট) তৈরির চুক্তি স্বাক্ষর করে - খুলনা শিপইয়ার্ড ; ৫মার্চ ২০১১।
  • বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম - বিএনএস পদ্মা ।
  • বাংলাদেশের তৈরি দ্বিতীয় যুদ্ধজাহাজের নাম - বিএনএস সুরমা।
  • বাংলাদেশে নির্মিত জাহাজগুলোর মধ্যে বর্তমান সবচেয়ে বড় ও গতিসম্পন্ন জাহাজ - এনজিয়ান ।
  • বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর ১৩ তম সেক্টরের কার্যক্রম শুরু হয় - বান্দরবান; ২৩ এপ্রিল ২০১৩।
  • ১৯ এপ্রিল ২০১৩ বাংলাদেশ বিমানবাহিনীতে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান যুক্ত হয় -- এফ-৭ বিজি।
  • বাংলাদেশ বিমান ঘাঁটি সংখ্যা - ৬টি ঢাকা , চট্রগ্রাম, যশোর, কুর্মিটোলা টাঙ্গাইল ও কক্সবাজার ।
  • ঢাকা মহানগর পুলিশ (DMP) এর মোট থানার সংখ্যা - ৪৯টি।
  • বর্তমানে আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম থানা কোনটি - ওয়াবি,ঢাকা।
  • বাংলাদেশ পুলিশ এর অষ্টম রেঞ্জ - রংপুর রেঞ্জ।

No comments:

Post a Comment

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...