Sunday, September 20, 2015

বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কুতি



  • ‘প্রমিত বাংলাভাষার ব্যাকরণ’ গ্রন্থের প্রণেতা প্রতিষ্ঠান - বাংলা একাডেমি।
  • প্রমিত বাংলা ভাষার ব্যাকরণের সম্পাদনা করেছেন - অধ্যাপক রফিকুল ইসলাম(বাংলাদেশ) ও অধ্যাপক পবিত্র সরকার (ভারত)।
  • কোন গভর্নর জেনারেল সর্বপ্রথম বাংলা ভাষার আইন প্রকাশের ব্যবস্থা করেছিলেন - গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস।
  • বাংলাদেশের বৃহত্তম উপন্যাসের নাম - পদ্মা-মেঘনা-যমুনা।
  • পদ্মা-মেঘনা-যমুনা উপন্যাসের রচয়িতা কে - আবু জাফর শামসুদ্দিন।
  • অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখক - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • সম্প্রতি নির্মিত ‘১৯৭১’ প্রমাণ্য চিত্রের  নির্মাতা কে - তানভীর মোকাম্মেল।
  • বঙ্গবন্ধু সহজ পাঠ বইটির রচয়িতা - ড. আতিউর রহমান।
  • সম্প্রতি বৃটিশ বাংলাদেশিদের অবদান নিয়ে রচিত গ্রন্থ - বৃটিশ বাংলাদেশি পাওয়ার ১০০।
  • কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতার ইংরেজি অনুবাদক - ড. জসীম উদ্দিন আহমেদ।
  • ২০১২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতার ৯০ বছর পূর্তি পালিত হয় - বিদ্রোহী।
  • মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের লিখিত ৮২টি চিঠি সংকলন - একাত্তরের চিঠি।
  • শাফায়াত জামিল রচিত স্মৃতিচারণামূলক গ্রন্থ - একাত্তরের মুক্তিযুদ্ধ ও ষড়ডন্ত্রময় নভেম্বর ।
  • মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ স্মৃতি নিয়ে জাপানি নাগরিক তাদামাসা হুকিউরা রচিত বইটির নাম - রক্ত ও কাদা ১৯৭১।
  • ‘বাঙালির স্বাধীনতা যুদ্ধ’ গ্রন্থের লেখক - আহমদ রফিক।
  • ‘যারা ভোর এনেছিল’ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের লেখক - আনিসুল হক।
  • ৭ মে ২০১১ কোন কবির সার্ধশত তম (১৫০ বছর) জন্মোৎসব পালিত হয় - বিশ্বকবি রবীন্দ্রানাথ ঠাকুর।
  • ‘দ্যা গুড মুসলিম’ কার রচিত দ্বিতীয় উপন্যাস - তাহমিমা আনাম (প্রথম উপন্যাস ‘এ গোল্ডেন এজ’)।
  • ‘বিল্ডিং সোশ্যাল বিজনেস’ গ্রন্থের লেখক - ড. মুহাম্মদ ইউনূস।
  • ‘মুক্তিযুদ্ধের পূর্বপর’কোন ধরনের গ্রন্থ - মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণকারীর কথোপকথন।
  • আগরতলা মামলা পূর্বাপর নিয়ে রচিত ‘সত্য মামলা আগরতলা’- এর লেখক - কর্নেল (অব.) শওকত আলী।
  • হুমায়ূন আহমদ রচিত উপন্যাস ‘দেয়াল’ কি নিয়ে লেখা - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • ‘রাজারবাগ ৭১’ - মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীরত্বগাথা আর আত্মত্যাগ নিয়ে রচিত নাটক।
  • জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর অবস্থিত - বাংলা একাডেমি।
  • জাতির জনক বঙ্গবুদ্ধ শেখ মুজিবুর রহমান কারাস্মৃতি জাদুঘর অবস্থিত - কারমাইকেল কলেজ (রংপুর)।
  • দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউড মিউজিয়াম)  অবস্থিত -  সোহারওয়ার্দী উদ্যান, ঢাকা।
  • দেশের বৃহত্তম মুক্তমঞ্চ অবস্থিত - সোহারওয়ার্দী উদ্যানে ।
  • মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘সং অব আওয়ার সোয়ামল্যান্ড’ এর রচয়িতা - মঞ্জু ইসলাম।

No comments:

Post a Comment

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...