Saturday, November 11, 2017

মানসিক দক্ষতা (প্রথম পাট)

১. কোনটি শুদ্ধ বানান ?
         (ক) ইন্দ্রীয়   (খ) ঈন্দ্রিয়    (গ) ইন্দ্রিয়   (ঘ) ঈন্দ্রীয়     সঠিক উত্তর (গ)
২. নিচের কোন শব্দটি ‘কপাল’ এর সমার্থক ?
         (ক) কপোল   (খ) ললাট  (গ) মস্তক     (ঘ) কাপালিক    সঠিক উত্তর (খ)
৩. নিরবধিঃঅবিরামঃঃ নিখিল ?
         (ক) অশণি    (খ) অনিল    (গ) আখিল   (ঘ) অশান্ত     সঠিক উত্তর (গ)
৪. একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ঐ পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক  কি ?
       (ক) পিতা   (খ) পুত্র  (গ) জামাই    (ঘ) স্বামী      সঠিক উত্তর (ঘ)
৫. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকুলে ঘন্টায় যায় ১৫ কিঃ মিঃ এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় ৫ কিঃ মিঃ। স্রোতের বেগ নির্ণয় করুন :
 (ক) ঘন্টায় ১০কি.মি   (খ) ঘন্টায় ৭ কি.মি  (গ) ঘন্টায় ৪ কি.মি   (ঘ) ঘন্টায় ৫ কি.মি সঠিক উত্তর (ঘ)
৬. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে ?
      (ক) ২ ঘন্টায়    (খ) ৫ ঘন্টায়    (গ)  ৪ ঘন্টায়     (ঘ)  ৬ ঘন্টায়  সঠিক উত্তর (ঘ)
৭. ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ?
      (ক) ১৫০ ডিগ্রি    (খ) ২২০ ডিগ্রি      (গ)  ৬০ ডিগ্রি     (ঘ) ১২০ ডিগ্রি  সঠিক উত্তর (ঘ)
৮. নিচের নামগুলোর কোনটি ভিন্ন ধরণের ?টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস।
        (ক) টেনিস     (খ) ফুটবল   (গ) ক্রিকেট    (ঘ)  টেবিল টেনিস   সঠিক উত্তর (ঘ)
৯.  ‘ Curtail ’  এর বিপরীতার্থ ক শব্দ কোনটি ?
      (ক) Detail    (খ) Add    (গ)  Save     (ঘ)  Cure     সঠিক উত্তর (ক)
১০.  পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য মানের হয় ?
      (ক) উত্তর মেরুতে    (খ) দক্ষিণ মেরুতে    (গ)  কেন্দ্রে   (ঘ)   কোথাও নয় । সঠিক উত্তর (গ)

1 comment:

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...