Wednesday, September 16, 2015

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ


  • ২,৫৪,৬৮১ জনের সমবেত কন্ঠে জাতীয় প্যারেড স্কয়ারে আমার সোনার বাংলা গেয়ে বাংলাদেশ বিশ্বরেকর্ড করে কত তারিখে - ২৬ মার্চ ২০১৪ ।
  • ‘গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড’স কর্তৃপক্ষ কবে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বড় মানব পতাকা তৈরির স্বৃীকৃতি প্রদান করে - ৪ জানুয়ারি ২০১৪।
  • বাংলাদেম সবচেয়ে বেশি সংখ্যক মানুষের একসাথে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড করে- ২৬ মার্চ ২০১৪ ।
  • সবচেয়ে বেশি সংখ্যক মানুষের একসাথে জাতীয় সংগীত গাওয়ার বিশ্ব রেকর্ডকে গ্রিনেস বুক অব ওয়ার্ল্ড আনুষ্ঠানিক স্বৃীকৃত প্রদান করে - ৯ এপ্রিল ২০১৪।
  • ১৪ এপ্রিল ২০১৪ ড. মুহাম্মদ ইউনূসের সম্মানে কোন বিশ্ববিদ্যালয়ে নোবেল চেয়ার স্থাপন করা হয় - ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটি (তাইয়ান)।
  • আঞ্চলিক সংস্থার সদর দপ্তর ঢাকায় অবস্থিত - বিমসটেক ।
  • রানা প্লাজা ধসের পর উদ্ধার অভিযানের সময় বাংলাদেশের আলোকচিত্রি তাসলিমা আক্তারের তোলা ছবি সংবাদপত্রের “দ্য ইয়ার ইন পিকচার্স ২০১৩ ” শিরোনামে স্থান পায় - টাইম সাময়িকী (শিরোনাম: শেষ আলিঙ্গন)।
  • সম্প্রতি ৮৬তম অস্কারের সেরা অ্যানিমেটেড ছবি “ফ্লোজেন” সাথে যুক্ত থাকায় কোন বাংলাদেশি নারী অস্কার পুরস্কার লাভ করেন - নাশিত জামান (কক্সবাজার)।
  • সম্প্রতি কোন বাংলাদেশি চিলির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “হিঙ্গিস” লাভ করেন - জেনারেল আসিফ এ চৌধুরী ।
  • লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘বৃটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’- এর তালিকায় শীর্ষ অনুপ্রেরণাদায়ী বাংলাদেশি - ড. মুহাম্মদ ইউনূস; প্রতিষ্ঠাতা, গ্রমীন ব্যাংক ও নোবেলজয়ী।
  • জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী দ্বিতীয় বাংলাদেশি - ড. একে আবদুল মোমেন।
  • ‘বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের জন্য মডেল দেশ’ কথাটি বলেছেন- জতিসংঘ মহাসচিব বান কি মুন।
  • সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ নির্মাণের সিদ্ধান্ত  গ্রহন করেছে - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ভারত ।
  • বাংলাদেশে সার্ক শিল্প পার্ক স্থাপনের প্রস্তাবক দেশ - ভারত।
  • যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডানিয়ান ইউনিভার্সিটির বর্তমান চ্যান্সেলর বাংলাদেশি - ড. মুহাম্মদ ইউনূস ।
  • বাংলাদেশ এশিয়া-ইউরোপ সম্মেলন (ASEM)- এর সদস্য পদ লাভ করে - ৫ নভেম্বর ২০১২।
  • ২৭ জুলাই ২০১২ লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেন - বৃটিশ বংশোদ্ভূত বাংলদেশি শিল্পী আকরাম খান।
  • ২০১২ সালে ৮৪তম অস্কার বিজয়ী পরিচালক মিশেল হাজান্মভিবাস এর চলচ্চিত্রে বাংলাদেশের মুকাভিনয় শিল্পী পার্থপ্রতীম মজুমদার অভিনয় করেন - দ্য প্লেয়ার্স (ফরাসি ভাষার)।
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে উজদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশি - ড. একে আবদুল মোমেন।
  • ২০১২ সালে বাংলাদেশে দুটি দেশে দূতাবাস খুলে - ব্রাজিল ও মরিশাস।
  • বৃটেনের ইজলিংটনের প্রথম বাংলাদেশি মেয়র - জিলানি চৌদুরী; জন্ম: মৌলভীবাজার।
  • জাতিসংঘের শান্তিক্ষা মিশনে কোন দেশের পুলিশ বাহিনী শীর্ষে - বাংলাদেশ।
  • লিটল বাংলাদেশ অবস্থিত - লস অ্যাঞ্জেলস (যুক্তরাষ্ট্র)
  • বাংলা টাউন অবস্থিত - যুক্তরাজ্য।
  • বাংলাদেশ স্কয়ার অবস্থিত - লাইবেরিয়া।
  • ইউরোপের কোন দেশে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় - বৃটেন।

No comments:

Post a Comment

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...