- বাংলাদেশের ইউনিরিয়াসের সন্ধান পাওয়া গিয়েচে - সিলেট ও ময়মনসিংহ।
- বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে - রূপপুর, ঈশ্বরদী ( পাবনা)।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহযোগিতায় নির্মিত হচ্ছে - রাশিয়া ।
- দেশের বৃহত্তম সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মিত হচ্ছে - আগুয়াই, শাল্লা (সুনামগঞ্জ)।
- দেশের বৃহত্তম গ্যাসভিত্তিক সরকারি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত - হরিপুর, নারায়ণগঞ্জ।
- হরিপুর ৪১২ বিদ্যুৎ কেন্দ্র কার সহযোগিতায় নির্মিত হয় - বাংলাদেশ সরকার - জাইকা।
- রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত - বাগেরহাট।
- রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহযোগিতায় নির্মিত হচ্ছে - ভারত।
- রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন - ১৩২০ মেগাওয়াট।
- দেশের ২৭তম জেলা হিসেবে রাজশাহীতে গ্যাস সংযোগ দেওয়া হয় - ৭ জুন ২০১৩ সালে।
- দেশের ২৮তম জেলা হিসেবে ভোলাতে গ্যাস সংযোগ দেওয়া হয় - ২৮ আগস্ট ২০১৩সালে।
- বর্তমানে কতটি জেলায় পাইপ লাইনে গ্যাস সংযোগ দেওয়া - ২৮টি।
- সম্প্রতি দেশের লোহার খনি আবিষ্কৃত হয়েছে - মশিদপুর, দিনাজপুর।
- ২০১৩ সালে দেশের কোন জেলায় পিট কয়লার সন্ধান পাওয়া গেছে - চাতলা বিল (হাকালুকি হাওর), মৌলভীবাজার ।
- নাইকো ও বাংলাদেশ মামলায় জয়লাভ করে কোন প্রতিষ্ঠান - পেট্রোলবাংলা ও বাপেক্স, বাংলাদেশ।
- নাটেশ্বর বৌদ্ধমন্দির আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় - ২৮ ফেব্রুয়ারি ২০১৪।
- নাইকো ও বাংলাদেশ মামলায় রায় প্রধান করে কোন আদালত - International Centre for Settlement of investment Disputes (ICSID)।
- ভারত থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ আমদানি শুরু হয় - ৫ অক্টোবর ২০১৩।
- বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র অবস্থিত - ভেড়ামারা, কুষ্টিয়া।
- বাংলাদেশে বর্তমানে গ্যাসক্ষেত্র - ২৫টি।
- বাংলাদেশের ২৫তম গ্যাসক্ষেত্র - শ্রীকাইল,মুরাদপুর, কুমিল্লা।
- শ্রীকাইল গ্যাসক্ষেত্র আবিষ্কার করে কোন সংস্থা - বাপেক্স।
- বাংলাদেশের ২৪তম গ্যাসক্ষেত্র- সুন্দলপুর; কোম্পানিগঞ্জ,নোয়াখালী।
- সম্প্রতি বাংলাদেশে লৌহ খনির সন্ধান পাওয়া গেছে - দিনাজপুর।
- সম্প্রতি দেশে - মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে - ইউরেনিয়াম।
- সম্প্রতি পাল আমলের স্থাপত্যের সন্ধান পাওয়া গেছে - গোপালপুর, দিনাজপুর।
- সুন্দলপুর গ্যাসক্ষেত্র জাতীয় গ্রিডে যুক্ত হয় - ১৭ মার্চ ২০১২।
- ২০ মে ২০১২ পেট্রোলবাংলা বাংলাদেশের তেলের মজুদ ঘোষণা করে - কৈলাসটিলা ও হরিপুর , সিলেট।
- বাংলাদেশের নতুন কয়লাক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে - পাচঁবিবি উপজেলা, জয়পুরহাট।
- বাংলাদেশের কতটি জেলা বর্তমানে গ্যাস সরবরাহ নেটওয়ার্কের আওতায় রয়েছে- ২৯টি।
- তেল-গ্যাস অনুসন্ধানে দেশের স্থল ও সমুদ্র এলাকায় মোট ব্লক - ৫১টি ( স্থল ব্লক ২৩টি ও সমুদ্র ব্লক ২৮টি)।
- বাংলাদেশে তেল, গ্যাস ও খনিজ কর্পোরেশন (পেট্রোল বাংলা) এর আওতায়ধীন কোম্পানি - ১৩টি।
- সাঙ্গু গ্যাসক্ষেত্র সমুদ্রবক্ষের কত নম্বর ব্লকে অবস্থিত - ১৬নং।
- ভোলার শাহবাজপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান - বাপেক্স।
- পিএসসি (PSC) শব্দটি সঙ্গে যুক্ত - গ্যাস অনুসন্ধান।
- PSC - এর পূর্ণরূপ - Production Sharing Contract.
- বাংলাদেশের প্রথম বেসরকারি কয়লা শোধনাগার অবস্থিত - বিরামপুর, দিনাজপুর।
- ‘বঙ্গবন্ধু সাফারী পার্ক’ স্থাপিত হচ্ছে - রাথুরা, গাজীপুর।
Thursday, September 17, 2015
বাংলদেশের খনিজ ও বনজ সম্পদ
Subscribe to:
Post Comments (Atom)
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
কম্পিউটার প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS. বাংলাদ...
-
সৌদিআরবে স্নাতকোত্তর পর্যায়ে নারী-পরুষের একসঙ্গে পড়ালেখার জন্য প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম - কিং আবদুল্লাহ ইউনিভার্সি...
No comments:
Post a Comment