Saturday, September 19, 2015

বাংলাদেশের ব্যাংক ও বিমা

  • ৫ অক্টোবর ২০১৩ সালে দেশের প্রথম পূর্ণাঙ্গ টাকা জাদুঘর স্থাপিত হয় - বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মিরপুর।
  • বাংলাদেশে তফসিলী ব্যাংক - ৫৫টি [সূত্র: বাংলাদেশ ব্যাংক]
  • প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম বাংলাদেশি ব্যাংকের নাম - এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমেটেড।
  • বাংলাদেশ ব্যাংক এর দশম শাখা কোথায় অবস্থিত - ময়মনসিংহ; ১৬ জানুয়ারি ২০১৩।
  • ইউনিয়ন ব্যাংক লিমিটেড কার্যক্রম শুরু করে - ১ এপ্রিল ২০১৩।
  • বর্তমানে দেশে ইসলামী ব্যাংক চালু রয়েছে - ৮টি।
  • বর্তমানে দেশে বিশেষায়িত ব্যাংক - ৪টি।
  • প্রবাসীদের কল্যাণে বিশ্বের কোন দেশ প্রথম ব্যাংক প্রতিষ্ঠা করে - বাংলাদেশ।
  • ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’ কার্যক্রম শুরু করে - ২০ এপ্রিল ২০১১।
  • বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কোন   ব্যাংক  - ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
  • বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় কবে - ৩১ মার্চ ২০১১। 
  • প্রস্তাবিত দেশের তৃতীয় স্টক এক্সচেঞ্জ কোথায় স্থাপিত হবে - খুলনা।
  • দেশের কতটি ব্যাংক ইসলামী ব্যাংকিং পরিচালনা করছে - ১৭টি।
  • গ্রামীন আমেরিকা ব্যাংকের প্রতিষ্ঠাতা - ড. মুহাম্মদ ইউনূস।
  • গ্রামীন আমেরিকা ব্যাংকের সদর দপ্তর অবস্থিত - নিউইয়র্কে।
  • বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে - ড. আতিউর রহমান (১০ম)
  • বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী নির্বাহী পরিচালক - নাজনীন সুলতানা।
  • বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গর্ভনর - নাজনীন সুলতানা।
  • বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক- অধ্যাপিকা হান্নান বেগম।
  • DSE ও CSE শব্দ ‍দুটি সাথে জড়িত - শেয়ার বাজার।

No comments:

Post a Comment

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার  প্রথম  ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি - BD NEWS.  বাংলাদ...